-মেয়ের বিয়ে নিয়ে ভাবছ শুনলাম? তা কেমন পাত্র চাও?
-তুমি তো জানই, একটা ধার্মিক ছেলে পেলেই সম্বন্ধ করে ফেলব! অবশ্য গতকাল একটা প্রস্তাব এসেছিল।
-ছেলে কেমন? কী করে?
-ছেলে অত্যন্ত ধার্মিক। কিন্তু খুবই গরীব! তাই প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পারিনি! ভদ্রভাবে পাশ কাটিয়ে গেছি!
-আজ আরেক পক্ষকে দেখলাম?
-হাঁ, ঘটক একটা সম্বন্ধ নিয়ে এসেছিল!
-পাত্র?
-বেশ মোটা বেতনে চাকুরি করে। বিদেশী এক সংস্থায়। সবাই এককথায় পছন্দ করে ফেলল। তবে আম্মার পছন্দ হয়নি! তার পছন্দ ছিল প্রথম প্রস্তাবটা!
-কেন?
-তিনি চাচ্ছিলেন তার নাতনী একজন ধার্মিক মানুষের ঘরনী হোক!
-তাহলে এটাকেও ফিরিয়ে দিলে?
-নাহ! ফিরিয়ে দেবো কেন! সবাই মিলে দু‘আ করে দিলাম:
আল্লাহ যেন পাত্রকে ধার্মিক বানিয়ে দেন!
-এত সহজেই সমাধান করে ফেললে? ধার্মিক পাত্রই যদি চাইবেই, তাহলে প্রথম জনের প্রস্তাব গ্রহণ করে কেন দু‘আ করলে না:
'আল্লাহ তাকে রিযিক বাড়িয়ে দিন?
___
-শাইখ আতিক উল্লাহ (হা.)
একটি মন্তব্য পোস্ট করুন