রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ( Research and Analysis Wing, শব্দ সংক্ষেপে র বা RAW বা R&AW) ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা।
১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন রামেশ্বর নাথ কাও। ১৯৬২ সালে চীনের সাথে যুদ্ধ ও ১৯৬৫ সালে পাকিস্তানের সাথে যুদ্ধে পূর্বতন ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার জন্য নতুন গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে র প্রতিষ্ঠা করা হয়।
ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" অতি পরিচিত একটা নাম এদেশে, অথচ এ সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না । তারা কীভাবে শক্র এবং বন্ধু দেশের উপর নজরদারি এবং হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে। মিশন পরিচালনা করে থাকে তা জানতে এই ৩ টি পিডিএফ পড়তে পারেন।
[বিঃদ্রঃ আমাদের সাইট পিডিএফ তৈরি বা স্ক্যান করে না বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে থাকে। অতএব কেউ ভুল বুঝে বিভ্রান্ত করবেন না ]
১. RAW-A HISTORY OF. INDIA’S COVERT OPERATIONS (ভাষা ইংরেজি)
![]() |
DOWNLOAD |
২. ইন সাইড র [বাংলায় অনুবাদ করা]
![]() |
Download |
৩. বাংলাদেশে র [ভাষা বাংলা]
Downlod এ সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন