ভার্চুয়াল রিয়েলিটির জগতে মৃত মেয়ের সাথে দেখা হলো এক কোরিয়ান মায়ের...!
ইহাই মূলত দাজ্জালি ফিতনা ছাড়া কিছুই না!
৪/৫ বছর আগে
মৃত মেয়ের সঙ্গে ওই মায়ের কথোপকথোন ও আদর করার হৃদয়বিদারক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে হইচই শুরু হয়েছে।
এ সময় মৃত মেয়েকে পেয়ে অঝোরে কাঁদতে থাকেন মা ঝাং জি। তিনি মেয়ের সঙ্গে কথা বলেন। তাকে ছুঁয়ে আদর করেন।
এর মাধ্যমে তিনি ভার্চুয়ালি মেয়েকে দেখতে পান, কথা বলেন এবং সেন্সরের মাধ্যমে মেয়েকে ছুঁয়ে আদর করেন।
প্রযুক্তিবিদরা প্রথমে না-ইয়ান এর ছবি নিয়ে তার মতো অ্যানিমেশন তৈরি করেন। পরে সেই অ্যানিমেশনকে সংযুক্ত করা হয় ভিআর বক্স ও সেন্সর হ্যান্ড গ্লাভসে।
দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশন এই ভার্চুয়াল রিয়েলিটির ভিডিওটি প্রচার করে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গ্রিন স্ক্রিন কক্ষে মা ঝাং জি ভিআর বক্স ও গ্লাভস পরে মেয়েকে ডাকছেন।
এ সময় তিনি ভার্চুয়ালি দেখতে পান, মায়ের ডাক শুনে তার মৃত মেয়ে কয়েকটি পাথরের টুকরোর পাশ থেকে দৌড়ে তার দিকে ছুটে আসে।
এ সময় মেয়েটি বলে, ‘মা, তুমি কোথায় ছিলে? তোমাকে আমার খুব মনে পড়ে। আমাকে তোমার মনে পড়ে?’
বিঃদ্রঃ ভিডিওটি ফেব্রুয়ারি ২০২০ এ দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশন চ্যানেল এ প্রচারিত হয়। তখনই ভাইরাল হয় অনলাইন জগতে।
ভিডিওটি দেখুন
ভার্চুয়াল রিয়েলিটি দাজ্জালের ফিতনা ছাড়া আর কিছুই না।
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মৃতকে জীবিত করে আপনার ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মৃতকেও জীবিত করে তার সাথে কথাবার্তা, স্পর্শ করা,কন্ঠ শুনাসহ আরও অনেক কিছুই সম্ভব। কিন্তু সবই ধোঁয়াশা- ধোঁকা ছাড়া কিছুই না। এগুলা করার মূল কারণ হচ্ছে দাজ্জাল যখন মৃতকে জীবিত করে দেখাবে তখন যেন বিশ্বাস করতে ব্রেইন কোনো প্রকার বাধা না দেয়। সেজন্য এতকিছু করা! (দাজ্জাল যাকে জীবিত করে দেখাবে সে শয়তান ছাড়া আর কিছুই না। )
দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবেঃ
দাজ্জাল তার কর্মকান্ডে শয়তানের সহযোগীতা নিবে। শয়তান কেবল মিথ্যা ও গোমরাহী এবং কুফরী কাজেই সাহায্য করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবেঃ আমি যদি তোমার মৃত পিতা-মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে অবশ্যই মানব। এ সুযোগে শয়তান তার পিতা-মাতার আকৃতি ধরে সন্তানকে বলবেঃ হে সন্তান! তুমি তার অনুসরণ কর। সে তোমার প্রতিপালক’’। (
হে আল্লাহ! আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই।
জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবেঃ
সাম্প্রতিক আরব আমিরাতে ড্রোনের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি দেখতেঃ
দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্যে। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। যমীনকে ফসল উৎপন্ন করতে বলবে। যমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংস প্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহবান জানাবে। এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, যমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা-তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশী দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহবান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত-খামারে চরম ফসলহানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে’’।[13]
দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানতেঃ পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন