৩০শে ডিসেম্বরের ২০২২ এর ছবি এটা, সৌদি আরবের মক্কা নগরীর দক্ষিণে ‘বনী মালিক’ নামক এলাকা এতকাল যেটা ছিল রুক্ষ পাথর আর বালুময় মরুভুমি এখন সেখানে পানি আর সবুজের মনোরম দৃশ্য । তবে কি হযরত আবু হুরায়রাহ রাঃ থেকে বর্ণিত হাদিসটি বাস্তবায়ন হতে চলছে...
আল্লাহ ভাল জানেন।
হযরত আবু হুরায়রাহ রাঃ থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ সঃ এরশাদ করেন-
لا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا . اخرجه احمد في مسنده : ج ٢/ ص ٣٧۰ ; و اورده الهيثمي في مجمع الزوائد : ج ٧ ص ٣٣١ – عن أحمد ،وقال رجاله رجال الصحيح ; و مسلم في صحيحه : ج ٢ /ص ٧۰١ ب ٨١ ح ١٥٧; الحاكم في المستدرك : ج ٤ /ص ٤٧٧; و ابن حبان في صحيحه (صحيح ابن حبان بترتيب ابن بلبان): ١٥/٩٣ رقم ٦٧٠٠ – ‘
কেয়ামত সংঘটিত হবে না, যাবৎ না (জাজিরাতুল) আরবের জমিন (আবারো) সবুজ-শ্যামলা ও নহরাদিতে রুপান্তরিত হয়ে যায়’।
___
[মুসনাদে আহমদ– ২/৩৭০; সহিহ মুসলীম, হাদিস ১৫৭; মুসতাদরাকে হাকিম- ৪/৪৭৭; সহিহ ইবনে হিব্বান- ১৫/৯৩ হাদিস ৬৭০০]
ভিডিও- ফরিদুর রহমান
জাজিরাতুল আরবের নারীরা অর্ধ নগ্ন হয়ে বের হয়ে যাচ্ছে৷ বিকিনি পরে কনসার্টে উন্মাদের মত ড্যান্স দিচ্ছে। টাইট-ফিট বোরকার পড়ে বুক উচিয়ে আর কোমর দুলিয়ে টিকটক করছে। কি অভাব ছিলো ওদের৷ অর্থ কড়ি টাকা পয়সা সবই তো আছে।
ক্যানো তারা ঘর ছেড়ে বের হয়ে গেলো?
এই যে রাসূল ( স) এর ভবিষৎবাণী। দাজ্জালের জন্য অধিকাংশ নারী বের হয়ে যাবে।
সেটা উচ্চ শিক্ষা বা ডিভোর্স ফ্যাক্টর না। ফ্যাক্টর এটাই তারা শিকল ছিন্ন করে বেরিয়ে যাবে৷
বাংলাদেশেও বেপর্দা আর পর্দাশীল সব বের হয়ে গেছে৷ যদিও নানা যুক্তির বাহানা।
সেলিব্রিটি গ্যাং রা চুপ থাকলেও নারীরা বের হবে। ঘরে থাকতে বললেও বের হবে।
কিন্তু সেলিব্রিটি গ্যাং রা ঘর থেকে বের হতে উদ্ধুদ্ধ করে এই দাজ্জালি ব্যবস্থায় যে আত্মসমর্পণ তা প্রমাণ করলো।
এরা যে দাজ্জালের আর্টিফিশিয়াল মাংস খাওয়া থেকে বিরত থাকবে বলে মনে হয় না। এদের চোখ সেলিব্রিটি চোখ। বাস্তবতা ওদের কাছে অক্ষরে অক্ষরে পালনীয়।
কোনো এক কুরআন হাদীসের অপব্যাখ্যা দিয়ে করোনার মত ওরা আর্টিফিশিয়াল মাংস কেও খাওয়া জায়েজ বানিয়ে দিবে।
কথা হলো সবাই ভাবে না। ভাবতেও চায় না। আর তারা বললেও ভাবতে পারবে না। ওদের উপর কথিত বাস্তবতার মোহর মেরে আছে৷
আল ইন্তিফাদা
একটি মন্তব্য পোস্ট করুন