আমাদের কিছুই নেই,শুধু আল্লাহ আছে

 

আপনি হয়তো এই মুহূর্তে আপনার লেখাপড়া বা, চাকুরি অথবা অন্য কোন ক্যারিয়ার নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখছেন, কিভাবে আপনার পরিবার নিয়ে ভালো থাকবেন, একটু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবেন, কিভাবে আরো সুন্দর করে জীবনটা কে গুছিয়ে নিবেন। অন্য দিকে পুতিন, শি জিং পিং, বাইডেন, নেতানিয়াহু, মোদী আর খোমেনি ব্যস্ত কিভাবে ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইউক্রেন, কাশ্মীর, মায়ানমার, জিংজিয়াং, কিংবা আফ্রিকার কোন দেশে আরো বেশি করে সাধারন মানুষের রক্ত নিয়ে হোলি খেলা যায়, তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করা যায় সেই প্ল্যানিং নিয়ে তারা ব্যস্ত। 


একবার কি ভেবে দেখেছেন আপনার আমার মতো লক্ষ কোটি মানুষের ছোট ছোট স্বপ্ন গুলো গুটি কয়েক পুতিন, বাইডেন, নেতানিয়াহু, মোদী আর খোমেনির মাস্টার প্ল্যানিং এর কাছে কতটা অসহায়? 


এই ধরুন ২০১৭ আরাকান থেকে ১০ লক্ষ মানুষকে ভিটামাটি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র শি জিং পিং এর একটা ইচ্ছা বাস্তবায়ন করার জন্য। কি সেই ইচ্ছা? আরাকান উপকূলে চায়না কোম্পানি গুলো বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলন করবে আর এখানে একটা সমুদ্র বন্দর নির্মাণ করবে, তাই রোহিঙ্গারা কোন ভাবে ভবিষ্যতে যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে তাই তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে ভিটামাটি ছাড়া করা হয়েছে। দেখেছেন আমাদের সাধারন মানুষের ছোট ছোট স্বপ্ন গুলো আর একটু ভালো মত বেঁচে থাকার আশা গুলো তাদের একটা মাস্টার প্ল্যানিং এর কাছে কতটা অসহায়? 


আচ্ছা ধরে নিলাম শি জিং পিং কুত্তা, বিলাই, ইদুর, বাদুর খায় তাই তার ভিতর কোন মানবতা নেই, আমাদের মত সাধারণ মানুষের আবেগ আর স্বপ্ন গুলো সে বোঝে না। তাহলে চলুন নিরামিষ ভোজি মোদীর চেহারা টা একটু দেখে আসি। অখন্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর বিজেপি দিন রাত একটাই প্ল্যানিং করছে কিভাবে ভারত থেকে মুসলিমদের তাড়িয়ে বা তাদেরকে কৃতদাস বানিয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা যায় সেটাই নিরামিষ ভোজি চা বিক্রেতা মোদীর খায়েশ। তাইতো আসামে নাগরিকত্ব বাতিল আইন (NRC) প্রকাশ করে রাতারাতি ৪০ লক্ষ মুসলমানকে কৃতদাস বানিয়ে ফেললেন। এছাড়াও কাশ্মীরের স্থায়ত্বশাসিত অন্চলের মর্যাদা (সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) এক দিনেই কেড়ে নিয়ে ৭০% মুসলমানদের (প্রায় ১কোটি মানুষের) এলাকা অলিখিত ভাবে দখল করে নিয়েছেন। শুনেছি গুজরাটের কসাই খুব শীঘ্রই সকল ধরনের মুসলিম পারিবারিক আইন, সম্পত্তি আইন, বিবাহ আইন বাতিল করার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। মোট কথা চা ওয়ালা এই লোকটা হালাকু খান, হিটলার, আর জোসেফ স্টালিন এর চেয়ে কোন অংশে কম না। এই চা বিক্রেতার রাম রাজত্ব প্রতিষ্ঠার খায়েশ পূরনের জন্য ২০ কোটি ভারতীয় মুসলমানের স্বপ্ন আর ভালো মত বেচে থাকার আশা এখন হতাশায় পরিনত হয়েছে। 


আচ্ছা জিংজায়াং কথা না হয় ভূলেই গেলাম!!! ইউঘুর মুসলিমদের কে নাস্তিক বানানোর জন্য জোর পূর্বক নামাজ, রোজা, কোরআন শিক্ষা সব বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে যাতে আর কখনো ইস্ট তুর্কিস্থান নামে কোন দেশ না হতে পারে এটাই হচ্ছে শি জিং পিং এর মাস্টার প্ল্যানিং। অর্থাৎ ১ কোটি ইউঘুর মুসলিমদের কোন ইচ্ছা, ভালো লাগা, ছোট ছোট স্বপ্ন দেখা, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার স্বপ্ন কুত্তা, বিলাই, ইদুর, বাদুর খাওয়া শি জিংপিং মাস্টার প্ল্যানিং এর কাছে তাসের ঘরের মত। 


ফিলিস্তিনের কথা না হয় বাদ দিলাম!!! নেতানিয়াহুর ইচ্ছা ফিলিস্তিনে শুধু ইহুদীরা থাকবে আর সে জন্য মুসলিমদের ভিটামাটি থেকে উচ্ছেদ করা এটা তাদের ডেইলি রুটিন ওয়ার্কে পরিনত হয়েছে। সাথে প্রতিনিয়ত মুসলমানদের লাল রক্তের স্রোত ফিলিস্তিনের অলিগলিতে বয়ে যাওয়া তাদের ভয় দেখানোর কমন হাতিয়ার হয়ে গেছে। আমরাও ৭০ বছর এই দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। অথচ এটা মুসলমানদের ভূমি ছিল সেটাও ভূলে গেছি। 


আচ্ছা আমাদের পুতিন কাকু হচ্ছে রিয়েল হিরো, বুড়ো বাইডেন আর ইউরোপের সব পালোয়ান মিলে আমাদের পুতিন কাকুর কাছে সব ধরাশয়ী হচ্ছে দেখে আমরা সবাই হাত তালি দিচ্ছি। পুতিন কাকু এখন তোমরা মারামারি কর, আমরা একটু নাক ডেকে ঘুমাই। আমরা তো ভূলেই গেছি দাগেস্থান, চেচনিয়ার মুসলিমদের কথা, সেটা না হয় অনেক দিন হয়ে গেছে তাই ভূলে গেছি। কিন্তু ২০১৬ সালে আলেপ্পো, হোমস আর দামেস্কে পুতিনের দিন রাত ২৪ ঘন্টা বিমান হামলার দৃশ্য গুলোও কি ভূলে গেছি?(সিরিয়ায়)

 একটা কসাই বাশার আল আসাদের গদি বাঁচাতে সিরিয়ার মুসলমানদের রক্ত আর ভিটামাটি থেকে উচ্ছেদ করার দৃশ্য গুলো এত তাড়াতাড়ি কিভাবে যেন ভূলে গেছি। একজন বাশার আল আসাদের গদি রক্ষা করার জন্য ১৫ লক্ষ সিরিয়ার মুসলমানদের রক্ত আর দেড় কোটি সিরিয়ার মুসলমানদের ভিটামাটির মূল্য কিছুই না। 


সব কিছু বাদ দিলাম, মানবাধিকার আর গনতন্ত্রের বোঝা বাহন করা আমরিকা কে খারাপ বলবেন? আর কেউ মানবাধিকার না বুঝলেও বাইডেন চাচা ঠিকই বোঝেন!!! ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, আর ইয়েমেনে আমরিকার বিমান হামলায় কোটি কোটি মুসলমানদের রক্ত আর বাপ দাদার ভিটামাটির মূল্য দিয়ে আমাদের রক্তে রঞ্জিত মাটির নিচের তেল গ্যাস দিয়ে আমরিকার ইন্ডাস্ট্রি গুলো চলে। তাদের দামী দামী গাড়ির পেট্রোল আমাদের ইরাক সিরিয়ার মাটির নীচ থেকে উত্তোলন করা হয়। যদিও আমাদের মুসলমান ভাইদের দুই বেলা রুটির দাম বাইডেন চাচা পরিশোধ করেন কিনা সেটা জানিনা। শুনেছি, সিরিয়া আর ইরাক থেকে তেল উত্তোলন এর জন্য বাইডেন চাচার পয়সা দেওয়া লাগে না। 


আচ্ছা এতক্ষণ তো কাফেরদের বদনাম করলাম, আমাদের জুব্বার উপর আলখেল্লা পরা আর মাথায় পাগড়ি দেওয়া খোমেনি তো ইজরাইলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। শুনেছি যে কোন দিন খোমেনির একটা হুকুমে ইজরাইলের মানচিত্র নাকি ম্যাপ থেকে মুছে ফেলবেন। তাহলে এত বড় মুসলমান পালোয়ান আবার কি করলেন? তিনি তো ৪০ বছর একাই আমরিকার বিরুদ্ধে লড়াই করে গেছেন তাইনা। যদিও ইরাক সিরিয়ার সুন্নি মুসলমানদের রক্তের স্রোত এখনও বইছে, বাগদাদ মসূল, দামেস্ক আর সানা শহরে গোলা বারুদের শব্দে ছোট ছোট বাচ্চাদের ঘুম ভেঙ্গে যায়, চোখের পলকে মাথার উপরের ছাদের নিচে চাপা পরে দুধের শিশু পৃথিবী থেকে বিদায় নেয় শুধুমাত্র খোমেনির হুকুম জারির জন্য। পুরো মধ্যপ্রাচ্যে শুধু খোমেনির হুকুম চলবে, আর অন্য কারো না। তেহরান থেকে বৈরুত অলরেডি দখল করা শেষ, কিছুদিন আগে সানা ও কব্জায় নেয়া হয়ে গেছে, এখন শুধু মক্কা মদিন পালা। হয়তো সেদিন খুব বেশি দূরে নয় যে, খোমেনির হুকুমে মক্কা মদিনায় কামান আর গোলা বারুদের শব্দে আরবদের ঘুম ভাঙ্গবে। হয়তো ইয়েমেনের কংকালসার বাচ্চাদের মতো মক্কা মদিনার শিশুরাও রুটির অভাবে দুনিয়া থেকে বিদায় নিবে নিকট ভবিষ্যতে, সাথে হারাম শরীফে লাব্বাইক ইয়া আল্লাহ এর পরিবর্তে লাব্বাইক ইয়া হোসেন জিকির তুলে তাওয়াফ করা হবে খোমেনির অর্ডারে। তখন হয়তো বড় বড় শায়েখদের ফতোয়া দিতে শোনা যাবেনা লাব্বাইক ইয়া হোসেন বলা শিরক হয়। 

(মক্কা মদিনা নিরাপদ,মক্কা মদিনা বলতে তার বাইরের স্থানগুলোর কথা বলা হয়েছে)


সব বুঝলাম, এসব বুড়ো শয়তানদের মাস্টার প্ল্যানিং বাস্তবায়নের জন্য আমাদের ফিউচার প্ল্যানিং, ছোট ছোট স্বপ্ন, ভাল মতো দুই বেলা খাবার, আর পরিবার নিয়ে বেচে থাকার আশা দূলিস্যাৎ হয়ে যাবে। হয়তো এদের লক্ষ লক্ষ সেনাবাহিনী আর বিলিয়ন ডলারের ফাইটার জেট আর ট্যাংক, কামান আছে তাই এসব বুড়ো শয়তান গুলো যা চাইবে তাই হবে। আমাদের কিছু নাই, আমরা ওদের বলির পাঠা হওয়ার অপেক্ষায় দিন গুনি। 


হ্যাঁ আমাদের বিলিয়ন ডলারের ফাইটার জেট নাই, লক্ষ লক্ষ সেনা বাহিনী নাই, ট্যাংক, কামান কিছুই নেই কিন্তু আমাদের এমন পাওয়ারফুল অস্ত্র আছে যা পারমাণবিক বোমার চেয়েও ভয়ংকর। ঐ বুড়ো শয়তানদের পারমাণবিক বোমা লক্ষ্যচূত হতে পারে, কিন্তু আমাদের আসল মালিকের কাছে হাত তুলে চোখের পানিতে ভেজা অভিযোগ ঠিকই বাস্তবায়ন হবে। কারণ ওদের লক্ষ লক্ষ সেনাবাহিনী আর পারমাণবিক বোমা থেকে আমাদের আসল মালিকের পাওয়ার অনেক বেশি।


পুতিন, বাইডেন, নেতানিয়াহু, মোদী, শি জিংপিং আর খোমেনি এই পৃথিবীর মালিক না, এই পৃথিবীর আসল মালিক আমাদের আল্লাহ। দিন শেষে ওদের মাস্টার প্ল্যানিং কিছুই বাস্তবায়ন হবে না, আমাদের প্রভু ঐ বুড়ো শয়তানদের পারমাণবিক বোমা আর লক্ষ লক্ষ সেনাবাহিনী আর বিলিয়ন ডলারের ফাইটার জেট দিয়ে একে অপরকে ঘায়েল করতে করতে সব কয়টা খতম হবে। হয়তো খুব শীঘ্রই আমাদের প্রভুর আসল মাস্টার প্ল্যানিং তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এদের মতো আবর্জনা পরিষ্কার করে আল্লাহর এক বাছাই করা বান্দাহ (ইমাম মাহদী) ফিলিস্তিন থেকে অর্ডার দিবেন লন্ডন, প্যারিস, বেইজিং, দিল্লি আর ওয়াশিংটনে হয় জিজিয়া দাও নাইলে মুসলমান হও। 


পুতিন, বাইডেন, মোদী আর খোমেনির হুকুম আর মাস্টার প্ল্যানিং মিস হবে কিন্তু আমাদের আল্লাহর মাস্টার প্ল্যানিং মিস হবে না। আমাদের প্রভু ১৪০০ বছর আগেই মাস্টার প্ল্যানিং আমাদের কাছে ফাস করে দিয়েছেন এই যুগে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সব আগাছা নমস্কার করে তার নিজের পছন্দের লোক (ইমাম মাহদী) কে পৃথিবীর সবচেয়ে পাওয়ার লিডার বানাবেন, তার কথায় দেশ মহাদেশ চলবে। 


সুতরাং হতাশ হওয়ার কিছুই নেই, দুঃখিত হওয়ার কিছুই নাই, আমাদের সুদিন খুব তাড়াতাড়ি আসছে। ওদের অখন্ড ভারত আর মধ্যপ্রাচ্য জয় খুব শীঘ্রই পরাজয়ে রুপ নিবে। আমাদের প্রভু ওয়াদা করেছেন ফিলিস্তিন আমাদের রাজধানী হবে, দিল্লি আবার আমাদের কব্জায়, ইউরোপ দিন শেষে আমরাই দখল করব। আমাদের প্রভুর ওয়াদা খুব শীঘ্রই আমরা সত্য দেখতে পাব। 


ওরা ওদের পারমাণবিক বোমা একে অপরের বিরুদ্ধে তাক করে আছে শুধু সুইচ টিপ দিলেই সব কয়টা শয়তানের বাইডেন, পুতিন, মোদী, শি জিংপিং, নেতানিয়াহু আর খোমেনির রাজত্ব মুহুর্তেই তাসের ঘরের মতো ধ্বসে পরবে। তখন আমরা আল্লাহর ঘর হারাম শরীফ থেকে আল্লাহর পছন্দ করা ব্যক্তিকে জোর করে খলিফা বানিয়ে ফিলিস্তিনে যাত্রা করব ইনশাআল্লাহ। সুতরাং আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন আর জিংজিয়াং এ খুব শীঘ্রই আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ।


Post a Comment

নবীনতর পূর্বতন