মালহামা বা আরমাগেডন এবং মুসলমানদের ভুলে যাওয়া অসুখ

 

পৃথিবীতে মুসলমান ব্যাতিত আর সকল ধর্মীয় জাতিগোষ্ঠীর লোক তাদের ইতিহাস ঐতিহ্যের কথা স্বরণ রাখে, নিজ নিজ ধর্মীয় প্রফেসি অনুযায়ী কাজ করে নিজেদের শেকড়কে তারা আঁকড়ে ধরে থাকে।

কিন্তু আপনাকে যদি বলি হাদিসে বর্ণিত মালহামা বা মহাযুদ্ধ খুব দ্রুত ঘনিয়ে আসতেছে, গাজওয়াতুল হিন্দের কড়া নাড়ছে আপনার দোয়ারে। তাহলে এগুলো নিয়ে আমাদের মাঝে তর্ক শুরু হয়ে যাবে। কেউ বলবে এগুলা দেরি আছে এত তাড়াতাড়ি হবে না এখনো প্রচুর সময় বাকি। আর কিউট মুসলিম ভাইয়েরা বলবে যখন হবে সেটা তখন দেখা যাবে এখন এগুলা নিয়া বাড়াবাড়ি করার দরকার নাই। ইভেন গ্রামের এবং মধ্য ও বৃদ্ধ বয়সি প্রায় ৬০% লোক জানেই না এগুলা আবার কি। ইমাম মাহদি (আঃ) উনি আমার কে?

কিন্তু আপনি কি জানেন! চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে গত বৃহস্পতিবার- "ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা একের পর এক এলাকা পুনরুদ্ধার করছে দেশটির যোদ্ধারা। এমন পরিস্থিতিতে যুদ্ধে জেতার জন্য রাশিয়া যদি কৌশলগত পারমাণবিক বোমা ব্যবহার করে তবে বিশ্ব ‘আরমাগেডন’ বা কেয়ামত তথা মহাবিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তাহলে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট কেনো আরমাগেডনের কথা উল্লেখ করলেন। আর 'আরমাগেডন' কি?- বাইবেলে পৃথিবী ধ্বংসের আগে সত্য ও অসত্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাসের কথা উল্লেখ রয়েছে তা বাইবেলের ভাষায় আরমাগেডন যুদ্ধ হিসেবে সজ্ঞায়িত করা হয়েছে।

তাহলে এবার কি হিসাব মিলাতে পারছেন? অর্থাৎ আমাদের হাদিস অনুযায়ী যা মালহামা বাইবেল অনুযায়ী তা আরমাগেডন আর সেক্যুলার হিসেবে তা তৃতীয় বিশ্বযুদ্ধ।

আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই। পুতিন এবার যে কশাইয়ের হাতে যুদ্ধের ভার দিয়েছেন তার নাম সের্গেই সুরুভিকিন। কিন্তু লোকে তাকে আদর করে কি নামে ডাকে জানেন? সের্গেই আরমাগেডন।

আপনি পৃথিবীর বড় বড় প্রত্যেকটা ধর্মীয় জাতীগোষ্টির দিকে তাকান দেখুন কি হচ্ছে- বৌদ্ধ তথা চীনারা বিশ্বকে সমাজতান্ত্রের বলয়ে আনার জন্য রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহুদিদের কথা বাদই দিলাম আপনি আমাদের প্রতিবেশির দিকেই তাকিয়ে দেখুন না অখন্ড ভারত প্রতিষ্ঠার জন্য কি না করতেছে তারা। কিন্তু আফসোস আমরা মুসলমান আকিদা মানহাজ আর শত রকমের ক্যাচাল নিয়া আছি।

- সুমন আহমাদ  [অক্টোবর ২৩, ২০২২]

Post a Comment

নবীনতর পূর্বতন