আমাদের সম্পর্কে

 

 بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ 

শুরু করছি,পরম করুণাময়,অসীম দয়ালু আল্লাহর নামে,


বর্তমান পৃথিবী যে ব্যবস্থায় চালিত হচ্ছে তা যদি আপনি না বুঝে থাকেন তাহলে হাজার গবেষণা করে মুসলমানদের হারানো ঐতিহ্য ফেরানো সম্ভব হবে না। 

মিছিল মিটিং বক্তৃতায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে খিলাফাহকে ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত করতে পারবেন না। বুঝতে হবে দাজ্জালি ফিতনা সম্পর্কে।

 

এলিট সোসাইটি,জায়োনিস্টদের ষড়যন্ত্র-চক্রান্ত, উপমহাদেশ,এশিয়া, মধ্যপ্রাচ্যে, ভূরাজনীতি-বিশ্বপরিস্থিতি , ইসলাম, ফিতনা,দাজ্জাল,আখেরী জামানা,গাজওয়াতুল হিন্দ, হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র, ম্যাট্রিক্স,দাজ্জালি খাদ্য-প্রযুক্তি, অর্থনীতি,শিক্ষা,ষড়যন্ত্র তত্ত্ব,চিকিৎসা,ভ্যাকসিন ইত্যাদি পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার (NWO) কীভাবে স্থাপিত হতে যাচ্ছে তা সহ আগামী দিনগুলোতে আমাদের জন্য কি নিদারুন সময় অপেক্ষা করছে, কেমন ভয়াবহ সব ফিতনা, বিপর্যস্ত আসতে চলেছে সব গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে তুলে ধরতে আমাদের চেষ্টা থাকবে। সেই সাথে গুরুত্বপূর্ণ পিডিএফ এবং ভিডিও দেওয়ার চেষ্টা চলবে...ইনশা'আল্লাহ  


কোনো ভুল-ক্রুটি যদি আমরা প্রচার করে থাকি বা লিখা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন, আমাদের ফেসবুক পেইজ fb/lastera.analysis এ জানাবেন।

অথবা, মেইল analysis.lastera@tutamail.com এও যোগাযোগ করতে পারেন। তবে অপ্রয়োজনীয় কিছু বলে সময় নষ্ট করবেন না, কষ্ট করে ফেসবুক পেইজের কভার ছবিতে অথবা, সর্ব উপরে ছবিতে দেখে নিবেন, কোন কোন বিষয় সম্পর্কে ইনবক্সে কথা বলতে পারবেন।  মেইলটা এজন্য দিচ্ছি যেন, ফেসবুকে কখনো খুঁজে না পেলে সহজে যোগাযোগ করতে পারেন, প্রয়োজনে অতি গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে পারেন। আবার অনেকে থাকতে পারেন যারা ফেসবুক ব্যবহার করেন না তাদের জন্য মেইল এবং কোনো মেইল একাউন্ট ছাড়াই আমাদের ওয়েবসাইটের পোস্টে কমেন্ট করতে পারবেন।

মেইল কিন্তু নিয়মিত দেখা হবে না, ১৫/২০ দিন পরপর বা মাসে একবার দেখা হতে পারি। তাই উত্তর পেতে দেরি হবে, তবে ফেসবুক পেইজ ইনবক্সে দ্রুত উত্তর পেতে পারেন।

 

আমরা চাই না আমাদের থেকে কেউ ভুল গ্ৰহণ করুক, একই ভুল করতে থাকুন। অতত্রব, কোনো ভুলক্রটি পেলে ধরাবাঁধা না রেখে সরাসরি উল্লেখিত মাধ্যমে যোগাযোগ করবেন। আল্লাহ সহজ করুন, আমীন।


নিয়মিত সব আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক এবং টেলিগ্ৰামের সাথে যুক্ত থাকুন 

আমাদের ফেসবুক- “Last Era Analysis” 

আমাদের টেলিগ্ৰাম- @lastera_analysis






Post a Comment