নেক্সট টার্গেট খালেদা জিয়া - মামুনুল হক
পৃথিবীর অন্যতম ধূর্ত দেশ হলো আমেরিকা। তারা এমন চালাক যে এদের শত্রুতা মিত্রতা কিছুই বুঝা যায় না।
আর বাংলাদেশের মূল নীতি নির্ধারক ভারত। আর ভারত চলে ইজরায়েলের সাজেশনে। আর আমেরিকা নাচে ইজরায়েলের উচ্ছিষ্ট খেয়ে।
অর্থাৎ এই ধূর্ত শিয়ালরা কিন্তু নির্ধারণ করে রেখেছে দক্ষিণ এশিয়ার ক্ষমতায় কে বসবে। দুই মেরু পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে তাদের প্ল্যান সেট আপ দেওয়া আছে৷
তারপরও ক্যানো এমন একটা ধোঁয়াশা তুলে রাখলো। আওয়ামী লীগ ভাবছে তারাই ক্ষমতায় থাকবে৷ আর বিএনপি ভাবছে তারাই ক্ষমতায় আসবে। এমন সিচুয়েশন তৈরির উদ্দেশ্য কী?
উদ্দেশ্য একটা আওয়ামী লীগ কে মাগনা লাগাতার ক্ষমতার স্বাদ দিবেনা। তারা যদি আগেই আওয়ামীলীগ কে গ্রীন সিগনাল দেয়। তাহলে আওয়ামীলীগ অহংকারী হয়েই ক্ষমতায় আসবে। সে ভাববে তার যোগ্যতায় ক্ষমতায় এসেছে।
আমেরিকা-ইজরায়েম,ভারত এমন এক ধোঁয়াশা তৈরী করেছে যে। আওয়ামী লীগ পাগলা কুত্তার মত হয়ে গেছে। তারা যা চাইবে তাই তারা দিবে।
আর এই নতুন স্বার্থ রিজার্ভ করার তাগিদেই এমন একটা ধোঁয়াশা তৈরী করেছে।
আমেরিকা-ইজরায়েল-ভারতের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ পরিক্ষিত দল৷ এখানে বি এন পি ব্যর্থ৷ আর বিএনপি যদি আওয়ামী লীগের চাইতেও বেশী দিতে চায় ভারত ব্লক কে। তারপরও ভারত তাদের কে ক্ষমতায় আনবে না।
কারণ ভারতের প্রজেক্ট বাস্তবায়নে যেরকম কিলার,মাফিয়া,মাস্টারমাইন্ড লিডার প্রয়োজন। সেটা বিএনপি তে নেই। আওয়ামী লীগ এর বৈশিষ্ট্য যে তাদের দলে নির্দয় পাষাণ নেতা দিয়ে পরিপূর্ণ। যারা রক্তের উপর দাড়িয়েও সিদ্ধান্তে অটল থাকবে।
অর্থাৎ মানুষ খুনের যে সাইকোলজি। সেটাই পারফেক্ট আওয়ামী লীগ।
পিলখানা সেনা হত্যা,জামাত নেতা হত্যা,হেফাজত ৫ মে হত্যা ইত্যাদিতে আওয়ামী লীগ কিলার ম্যাচুরিটি সম্পন্ন। এত কিছু ঘটিয়েও এরা স্বাভাবিক।
আর ভারতের প্রজেক্ট বাস্তবায়ন মানে জনরোষ আসবে। এখানে বুদ্ধিবৃত্তিক নেতার চাইতে আক্রমণী নেতা প্রয়োজন বেশি। আর এই পাওয়ার পলিটিক্স এর দক্ষতার কারণেই আওয়ামী লীগ ভারত ব্লকের বিশ্বস্ত।
কারণ এই বিএনপি দিয়ে কস্মিনকালেও একটা সেনাবাহিনীর মেজর হত্যা সম্ভব না। তাই দিনশেষে আওয়ামী লীগ ই আসবে। কিন্তু আওয়ামী লীগ পতন হবে এই ধোঁয়াশা তুলে নতুন স্বার্থ গুলা ভারত বুঝে নিবে।
ভারতের প্রজেক্টের বাধা জামাত৷ তাই সাঈদী (রহি.) কে হত্যা করা হয়েছে যেদিন ভারতের জাতীয় দিবস৷ এগুলা তাদের আবদার। তাই ভারতের আবদারে নেক্সট যুক্ত হতে পারে খালেদা জিয়া, মা-মুনুল হক, রাহমানিরা।
এই সমীকরণ না বুঝে আপনারা কখনো মুক্তির পথ দেখবেন না৷
লিখেছেন - আল ইন্তিফাদা
একটি মন্তব্য পোস্ট করুন