ইসলামের দৃষ্টিতে আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য এবং প্রকৃত অর্থে বৈশিষ্টগুলো আছে কিনা যেভাবে যাচাই করবেন?

 

[১]

স্ত্রীর কিছু বৈশিষ্ট্যের কারণে স্বামী তার প্রতি বেশি আকৃষ্ট হয়। মহব্বত ভালোবাসা বেড়ে যায়। স্বামী তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে চায় না। জীবনের সব পরিকল্পনা তাকে ঘিরেই হয়।


স্ত্রীর এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে নিম্নে আলোচনা করা হলোঃ


১. আনুগত্য করাঃ

 যে স্ত্রী মহান আল্লাহর হুকুমের আনুগত্যের পাশাপাশি স্বামীরও অনুগত করে সেই স্ত্রী জান্নাতি, স্বামীরও ভীষণ প্রিয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর অনুগত হবে, তখন জান্নাতের যেকোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১৬৬১)


২. ভালোবাসাঃ

 স্ত্রী স্বামীকে অধিক ভালোবাসলে স্বামীর মনে অন্য নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয় না। তার বিপথগামী হওয়ারও আশঙ্কা থাকে না।


এ ধরনের নারীর জন্যই জান্নাত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের জান্নাতি রমণীরা হচ্ছে, যারা স্বামীর প্রতি প্রেমময়ী ও অধিক সন্তান প্রসবকারিণী। স্বামী রাগ করলে সে এসে স্বামীর হাতে হাত রেখে বলে, আপনি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাব না।’ (সহিহুল জামে, হাদিস : ২৬০৪)


৩. আনন্দ দেওয়াঃ

যে স্ত্রী স্বামীকে আনন্দ দিয়ে মুগ্ধ করে—সেই স্ত্রীকে সর্বোত্তম সম্পদ বলা হয়েছে।


রাসুল (সা.) বলেছেন, ‘আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না? তা হলো, নেককার স্ত্রী। সে (স্বামী) তার (স্ত্রীর) দিকে তাকালে স্ত্রী তাকে আনন্দ দেয়। তাকে কোনো নির্দেশ দিলে সে তা মেনে নেয়। সে যখন তার থেকে অনুপস্থিত থাকে, তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে।’ 

(আবু দাউদ, হাদিস : ১৬৬৪)


৪. সান্ত্বনা দেওয়াঃ

 আদর্শ ও গুণবতী স্ত্রীর বৈশিষ্ট্য হলো বিপদে স্বামীকে সান্ত্বনা দেওয়া ও স্বামীর অবস্থা বিবেচনা করে কথা বলা।


আনাস বিন মালিক (রা.) বলেন, আবু তালহা (রা.)-এর এক ছেলে মারা গেল। উম্মু সুলাইম পরিবারের সদস্যদের বললেন, আমি না বলা পর্যন্ত তাকে (আবু তালহাকে) সন্তান মৃত্যুর কথা কেউ বলবে না। আবু তালহা আসলে তার সামনে রাতের খাবার পেশ করলেন। তিনি পানাহার করলেন। এরপর সুসজ্জিত হয়ে নিজেকে স্বামীর কাছে পেশ করলেন। স্বামী আবু তালহা পরিতৃপ্ত হলে তাকে এ বলে সান্ত্বনা দেন যে কোনো সমপ্রদায় যদি কোনো দম্পতির নিকট একটি আমানত রাখে, অতঃপর তারা তাদের আমানত ফেরত নিয়ে নেয়, তাহলে আপনি সেটা কোন দৃষ্টিতে দেখবেন? তাদের নিষেধ করার কোনো অধিকার আপনার আছে কি? আবু তালহা উত্তর দিলেন, না। উম্মে সুলাইম বললেন, আপনার ছেলেকে সেই আমানত গণ্য করুন। তাকে হারানো পুণ্য বিবেচনা করুন। এ ঘটনা অবহিত হয়ে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা তোমাদের গত রাতের মিলনে বরকত দান করুন।’ এরপর উম্মে সুলাইমের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। (মুসলিম, হাদিস : ২১৪৪)


৫. কৃতজ্ঞ হওয়াঃ

আদর্শ স্ত্রী আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে। স্বামীরও শোকর আদায় করে। রাসুল (সা.) বলেছেন, ‘আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের অধিকাংশই নারী। (কারণ) তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বলেন, তারা স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাক, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি।’ (বুখারি, হাদিস : ২৯)


৬. কষ্ট না দেওয়াঃ

স্বামীকে যথাযথ সম্মান করা ও তাকে কষ্ট না দেওয়া আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য। রাসুল (সা.) বলেছেন, ‘যখন কোনো নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয়, তখন জান্নাতের হুরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে, (হে অভাগিনী!) তুমি তাকে কষ্ট দিয়ো না। আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তোমার কাছে আগন্তুক। অল্প দিনের মধ্যেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন।’ (তিরমিজি, হাদিস : ১১৭৪)


৭. ঘরমুখীঃ

আদর্শ স্ত্রী লজ্জাশীল হবে। বাড়িতে অবস্থান করবে। একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না। ইরশাদ হয়েছে, ‘তোমরা স্বগৃহে অবস্থান করো, প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না।’ (সুরা আহজাব, আয়াত :৩৩)


নবীজি (সা.) বলেছেন, ‘নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে (সৌন্দর্য প্রকাশে) উদ্বুদ্ধ করে।’ (তিরমিজি, হাদিস : ১১৭৩)


৮. অধিকার আদায়ে যত্নবানঃ

আদর্শ স্ত্রী আল্লাহর হক আদায়ের পাশাপাশি স্বামীর হক আদায়েও যত্নবান থাকবে। নবীজি (সা.) বলেছেন, ‘যার হাতে মুহাম্মদের প্রাণ তাঁর কসম করে বলছি, স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে সক্ষম হবে না, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করবে।’ (ইবনে মাজাহ, হাদিস : ১৮৫৩)


৯. পর্দা রক্ষা করাঃ

পর্দা ইসলামে ফরজ। নামাজ-রোজা পালন না করলে যেমন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তেমনি পর্দা পালন না করলেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসুল (সা.) বলেছেন, ‘নগ্ন পোশাক পরিধানকারী নারী, যারা পুরুষদের নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কাঁধবিশিষ্ট উটের ন্যায় হবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (মুসলিম, হাদিস : ৫৪৭৫)


[২]

একজন নারীর মাঝে উক্ত গুণাবলি বা বৈশিষ্ট্য গুলো প্রকৃত অর্থে আছে কিনা কিভাবে যাচাই করবেন?


বিয়ের পাত্রী (যে নিজেকে প্র্যাকটিসিং দাবি করছে) দেখতে যেয়ে যে কয়েকটা প্রশ্ন করতে পারেন এবং নিশ্চিত হতে পারেনঃ


| সে যে পড়ালেখা করছে এর উদ্দেশ্য কী? মানে শেষ করার পর কী হবে? উত্তর- চাকরি হলে, জানতে চাইবেন 'পর্দা করে কর্পোরেট চাকরি সম্ভব' মনে করেন? উত্তর "না" হলে, তাহলে এতগুলো বছর কষ্ট করে কী হলো?

সহশিক্ষার কিছু ক্ষতিকর ও কিছু উপকারী দিক জানতে চাইবেন?(এই প্রশ্ন টার একটা অংশ আইরনি তবে এর দ্বারা সহশিক্ষা ফ্রিমিক্সিং এর ব্যাপারে তার ধ্যান ধারনা মনোভাব বুঝে যাবেন) 

সহশিক্ষা কে হারাম মানে কিনা?

 

২| ইসলামের শরীয়াহ মোতাবেক নারীর ক্যারিয়ার কেমন হবে বলে সে মানে? 'মুমিন নারীর ক্যারিয়ার তার ঘরে' মানেন?

(উত্তর পজিটিভ হলে ধরা যায় মেয়ে নারীবাদী না, সাংসারিক)

.

৩| যদি কোন অসুস্থতা ইস্যু না থাকে, তাহলে অধিক সন্তান (চার পাঁচজন বা ততোধিক) তার পছন্দনীয় না অপছন্দনীয়? 

.

৪| জি'হা'দ ও যুহুদ সম্পর্কে সে কী বুঝে? জিজ্ঞেস করবেন।

.

৫| তার সন্তান ছেলে হলে তার ব্যাপারে তার প্লান কী? সন্তান মেয়ে হলে তার ব্যাপারে স্বপ্ন কী? (পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসা করবেন)

.

৬| পর্দা বলতে আসলে কী বুঝায়? শারীরিক পর্দা (শরীর আবৃত করা) ছাড়াও আর কি কি ধরণের পর্দা আছে? (উত্তর পেলে আবার ১ নং প্রশ্ন এর সাথে মেলাবেন)। 

.

৭| হবু স্বামীর ব্যাপারে তার গায়রত কেমন হবে?

.

৮| তার বাবা'র সাথে তার সম্পর্ক কেমন? ভাই/বোনের সাথে সম্পর্ক কেমন, বাবার কতটুকু সেবা সে করে? 

.

৯| কোন সেক্যুলার বা ফেমিনিস্ট বা বেদ্বীন বান্ধবী আছে কিনা? যদি বিয়ের পর তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ, ক্ষেত্রে বিশেষে শিথল করতে বলা হয় করবে কিনা?

.

১০| কাজিনদের (ছেলে কাজিন) সাথে/ ক্লাসমেটদের(ছেলে) সাথে /বোন জামাইদের সাথে দেখা ও কথা হয় কিনা, শেষ কবে কথা হয়েছে/দেখা হয়েছে? এসব গাইরে মাহরামদের সাথে কোনো প্রয়োজনে কথা বলতে হলে কিভাবে বলে?

.

১১| অনলাইনে আসক্তি অনিয়ন্ত্রিত কিনা জানার জন্য- প্রতিদিন কতক্ষণ এবং কখন কখন অনলাইনে থাকা হয়?

.

১২| ইসলামে নারী পুরুষের ভেদাভেদ নেই' - একমত কিনা?


১৩| সবচাইতে কাকে বেশী ভালবাসেন?

এবং কেন? (এই প্রশ্নের হাকিকত জানা থাকলে অবশ্যই বুঝবেন কি কারনে এই প্রশ্ন)।

.

১৪| কোরআনের কতটুকু মুখস্থ করেছেন?

★ পুরো কোরআনের মধ্যে সবচেয়ে প্রিয় আয়াত কোনটি?

• কোরআনের কোনো অনুবাদ বা তাফসীর পড়া হয়েছে কিনা জিজ্ঞেস করবেন। (প্রো লেভেলের হলে উত্তর পজিটিভ হবে এবং উত্তর অনুযায়ী কোরআনের সাথে কতটুকু সম্পর্ক আছে তা বুঝতে পারবেন)।

.

১৫| অনলাইনে প্রিয় সেলিব্রিটি কে?

(কাদের অনুসরণ/ফলো করে জানার জন্য। উত্তর যদি আবরারুল হক আসিফ হুজুর বা আরিফ আজাদ, জাফর বিপি, আজহারী, নোমান আলী খান, ইসমাইল মেনঙ্ক এই টাইপের কেউ হয় তাহলে যাচাই-বাছাইের ধাপ ১০ গুন বাড়াতে হবে, কারন সে মৌলিক ইলম/আমল হতে অনেক দূরে আছে। আর যদি উত্তর মুফতি তারেকুজ্জামান, মাওলানা মামুনুর রশীদ, শায়েখ জসীম উদ্দিন, শায়েখ মূসা আহমেদ জিবরিল বা নাসির আল ফাহাদ, শায়েখ আলওয়ান এই টাইপের কেউ হয় তাহলে ধরা যায় তার মোটামুটি মৌলিক বুঝজ্ঞান আছে)।

.

[দেখা হওয়ার দিন সব প্রশ্ন না করতে পারলেও ১-১৫ অবশ্যই করার চেষ্টা করবেন]

.

১৬| আপনার ঘরোয়া কোনো স্কিল আছে? কি কি রান্না পারেন? আপনার সংসারকে কিভাবে দেখতে পছন্দ করেন?

(এর মাধ্যমে বুঝবেন সে কতটা সাংসারিক এবং সুপ্ত নারীবাদী দৃষ্টিভঙ্গি লালন করে কিনা)

.

১৭| ধরুন আপনার স্বামী/সন্তান কখনো ফি সাবিলিল্লাহর পথে যাওয়ার ইরাদা করলে, আপনার অভিমত কি হবে?

(দ্বীনের জন্য কতটুকু ছাড় দিতে পারবে তা জানার জন্য, প্রশ্ন না বুঝলে এ নিয়ে কথা বাড়ানোর প্রয়োজন নেই)।

.

১৮| আপনার কাছে রাসূল (সাঃ) এর সিরাতের সবচেয়ে ভাল লাগা ঘটনা এবং সবচেয়ে কষ্টদায়ক ঘটনা কোনটি?

• একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলেন?

.

১৯| দ্বীনি ইলম অর্জনের ব্যাপারে ফিকির কি জানতে চাইবেন।

• আপনার আশেপাশে যারা দ্বীনবিমুখ তাদের ব্যাপারে আপনার ফিকির কি?

(দাঈ হিসেবে সে কোন পর্যায়ের এবং কোনো ফিকির আছে কিনা তা বুঝতে পারবেন)।

.

২০| ঘুম থেকে কখন উঠে এবং কখন ঘুমাতে যায়?

(লাইফস্টাইল সম্পর্কে ধারনা পাবেন )।

.

২১| অবসর সময় কিভাবে কাটায়?

(তার Habit কি/কেমন, ইবাদতের সময় কেমন বুঝা যাবে)।

.

২২) মানুষের সাথে সহজে মিশা, সবার সাথে আড্ডা দেওয়া, গল্প করা পছন্দ করে কিনা?

• নির্জনতা নাকি জনসমাগম পছন্দ?

(Introvert নাকি Extrovert বুঝতে পারবেন)।

.

২৩| প্রিয় কয়েকটি বইয়ের নাম বলুন?

• আপনার কয়েকজন প্রিয় আলিম/শায়েখ নাম বলুন?

( এই প্রশ্ন দুটি তার দ্বীনদারিত্ব কোন লেভেলের তা বুঝার অন্যতম একটা লিটমাস; ফান্ডামেন্টালিষ্ট নাকি মডারেট-লিবারেল, নাকি মুরজিয়া-মাদখালি নাকি বিভ্রান্ত বা জগাখিচুরি তা সহজে বুঝবেন যদি আপনার বুঝ জ্ঞান ঐ লেভেলের হয়)।

→ {আমি প্রাথমিক ভাবে কোনো বায়োডাটা জাজা করার জন্য এই পয়েন্ট টা প্রথমে দেখি}

.

২৪| ঈমান আনয়নে শর্ত সমূহ, এবং ঈমান ভঙ্গকারী বিষয় গুলো জানে কিনা জিজ্ঞেস করবেন।(আপনি যেভাবে জানেন ঐভাবে বলতে না পারলেও সমস্যা নেই, শিখার আগ্রহ কেমন সেটা দেখবেন)। 


২৬| জীবনসাথীর শিক্ষাগত যোগ্যতা কেমন আশা করে, এবং ঐ যোগ্যতা টা কেন প্রত্যাশা করে জিজ্ঞেস করবেন।

{আমি প্রাথমিক ভাবে কোনো বায়োডাটা ফিল্টার করার জন্য এই রেকুইরমেন্ট দিয়ে জাজ করি}

.

২৭| ইসলামিক কোনো দল বা জামায়াহকে পছন্দ করেন কিনা? করলে কোনটি এবং কেন?

( গনতন্ত্রের ব্যাপারে কনসেপ্ট কেমন তা এর থেকে ক্লিয়ার হতে পারবেন, আবেগের বশবর্তী হয়ে কাউকে পছন্দ করলে তেমন সমস্যা না, তবে কোনো ইসলামী গনতান্ত্রিক দলের সদস্য বা ঘোর অনুসারী হলে ফিরাতে পারবেন না, সো দূরে থাকুন)।

২৮) ভবিষ্যতে ইউরোপের কোনো কান্ট্রিতে সেটেল্ড হওয়ার সুযোগ আসলে যাওয়ার ইচ্ছে আছে কিনা? উত্তর নেগেটিভ হলে, কেন?

(উত্তর পজিটিভ হলে বস্তুবাদী মনোভাব বিদ্যমান এবং Cultural war এর ব্যাপারে উদাসীন, গুরুত্ব নেই)।

.

২৯| অনলাইন/অফলাইনে অতীতে কোনো সম্পর্ক ছিল কিনা?

.

বিঃদ্রঃ পাত্র নিজে প্রক্টিসিং না হলে এই লিষ্ট ফলো করে কোন ফয়দা হবে না।



Courtesy : 

[1] মুহাদ্দিস, জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়া, কারওয়ান বাজার, ঢাকা।

মুফতি মুহাম্মাদ ইসমাঈল।

[2] শাহ মোহাম্মদ তন্ময় হাফি.(১-১২ পয়েন্ট)

Ibn Mostafa (১৩-২৯ পয়েন্ট)।

Post a Comment

নবীনতর পূর্বতন