শহর নাকি গ্রাম?

 

ছবিটা ভালো করে লক্ষ্য করুন,ভাবুন কেন শহর আপনার জন্য অনুপযোগী

শহর নাকি গ্রাম? এই টাইপের আলোচনা আসলে মৌলিকভাবে কিছু জিনিস মাথায় রাখবেন ইনশাআল্লাহ। 

প্রথমত, গ্রামের মানুষকে টক্সিক বলা অনেকেই শহরকে স্বাচ্ছন্দ্যের জায়গা ভাবে। শহরের মানুষরা অনেক ভালো এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা মানুষরা এটাই ভুলে যায় যে, শহরের বেশিরভাগ মানুষ প্রতিবেশীর পরিচয়টাও ঠিকমতো জানে না। 

বিপদে-আপদে টক্সিক গ্রামের মানুষরা এগিয়ে আসলেও শহরের ভদ্রলোকেরা আপনার বিপদ-আপদে ফিরেও তাকাবে না। অথচ “দূর থেকে সবাই ভদ্রলোক” এই কথাটা এক্ষেত্রে অনেকে ভুলে যায়। 


দ্বিতীয়ত, শহরে প্রত্যেকটা বেসিক নিডের (প্রয়োজন) জন্য আপনি রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল। আপনার লাইফস্টাইল পুরোপুরি একটা সিস্টেমই কন্ট্রোল করবে। খাবার পানি থেকে শুরু করে প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের সাপ্লাইয়ের জন্য আপনি এই সিস্টেমের মুখাপেক্ষী। 


অন্যদিকে গ্রামে আপনার অপশন বেশি, আপনার পানি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সবকিছুর কন্ট্রোল আংশিকভাবে আপনার কাছে থাকবে। 


তৃতীয়ত, এই ফিতনার শতাব্দীতে শহরগুলো ফিতনার কেন্দ্রবিন্দু। শহর থেকে ফিতনা শুরু হয়ে ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চলের দিকে ছড়াতে থাকে। প্রকৃতির থেকে দূরে থাকতে থাকতে অন্তরগুলো রুক্ষ হয়ে যায়, মানুষ মানুষের মুখাপেক্ষী হয়ে আল্লাহকে ভুলে যায়। 


ফিতনার বিস্তৃতি সবজায়গায় ছড়িয়ে গেলেও গভীরতা শহরে বেশি। গ্রামাঞ্চল সংস্কার করা যত সহজ, দাওয়াহর কাজ গ্রামে যত সহজ, শহরে ঠিক ততটাই কঠিন। 


এই লেখার সারমর্ম কী? সকল আধুনিক সুযোগ সুবিধা ফেলে গ্রামে চলে যাওয়া? কখনোই না৷

তবে সুযোগ থাকলে এমন জায়গায় শিফট করা উচিত যেখানে আপনি তুলনামূলক প্রভাবশালী হবেন। সেখানে যাবেন যেখানে আপনার নিজের দৈনন্দিন প্রয়োজনের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হবে না, নিজেই ব্যবস্থা করতে পারবেন৷ 


শহর থেকে গ্রামের দিকে গেলে ইলেক্ট্রিসিটি নিয়েই সবচেয়ে বেশি সমস্যা হয়। এই সমস্যাটা সোলার কিংবা যেকোনোভাবে কাটিয়ে উঠতে পারলে, প্রয়োজনে শহরে আসার জন্য যাতায়াতের সুবিধা থাকলে গ্রামীন পরিবেশই আপনাকে সবচেয়ে বেশি প্রশান্তি দিবে ইনশাআল্লাহ।


লিখেছেনঃ মেরাজ হুসাইন

____

প্রাসঙ্গিকঃ 

১. মুসলিমরা কেন গ্ৰামে বসবাস করবে? পড়ুন

২. মরুভূমির শহড় ছেড়ে আসা উচিত কেন? পড়ুন

Post a Comment

নবীনতর পূর্বতন