ভারত-বাংলাদেশের নতুন রেললাইন দেশকে মূলত ৩ ভাগে ভাগ করবে!


 ভারত-বাংলাদেশের নতুন রেললাইন বাংলাদেশকে মূলত ৩ ভাগে ভাগ করে। আর উত্তরবঙ্গে রংপুরের সহকারী হাইকমিশনকে কেন্দ্র করে আরেকটা কিছু করবে। 


ভারত বেশি ভয়ংকর না আমেরিকা এর সাফ উত্তর অবশ্যই আমেরিকা। আমেরিকা দেশ দখল করতে গেলে ইন্সট্যান্ট Aircraft carrier, Marine Corps, CIA বসায় ২০ লাখ মানুষ মেরে দেশ দখল করে ফেলবে। ওরা এমনে ডজন ডজন দেশ দখল করছে, এক্সপিরিয়েন্স আছে। আর LGTV তো আছেই 


ভারত এটা পারবে না। ভারতের সেই কেপাবিলিটি নাই। ওদের সাইডে যথেষ্ট স্টুপিড লোক আছে। ওরা প্ল্যান করলেও সেটা কাজে আসবে না একুরেটলি। এজন্য ওরা যুদ্ধের চেয়ে বেশি দাঙ্গা লাগবে  Frustration এ। ভারতের অধিকাংশ মানুষও এটা সাপোট্রএর মানে দুর্ভিক্ষ আর Mass Rapeও ফলো করবে। 1947, কিন্তু এবার কমপক্ষে এক চতুর্থাংশ মানুষ মারা যাবে। কারণ মুসলিমদের কোনো ফোর্স নাই এখন বাংলাদেশে, ৪৭ এ ছিল। এক চতুর্থাংশ মানে যা ৫ কোটি মানুষ! 

বাংলাদেশের কোনো এলাই নাই, দূরদূরান্তে কোনো মুসলিম দেশও নাই। আশেপাশের সব দেশই বাংলাদেশীদের ঘৃণা করে। এবার ঘুমাইতে যান, ঘুম থেইক্কা উইঠা বাংলাদেশের খেলা দেইহেন। আমি দোয়া করি আপনাদের যেন নিজের মা-বোন-স্ত্রী-কন্যাদের ধর্ষণ দেখা না লাগে....গুজরাট/কাশ্মীরের মানুষের মতো। [১]


আসুন আরেকটু জেনে নেই,

বাংলাদেশকে ভারত-চীনের সামরিক সংঘাতে টেনে নিতে চায় ভারত! 

বর্তমানে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্যান্য রাজ্যগুলোতে ট্রেন চলে সিলিগুড়ি করিডর দিয়ে। যা ‘চিকেন নেক’ নামে পরিচিত। ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি বাংলাদেশ ও নেপালের মাঝ বরাবর অঞ্চল দিয়ে গেছে। বাংলাদেশের ওপর নিয়ে ভারতের রেল নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য হলো ‘চিকেন নেক’ নামের এই করিডরটির ওপর থেকে নির্ভরশীলতা কমানো। উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্যান্য রাজ্যগুলোকে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত।


সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ রেল করিডরটি নিয়ে ২০১৭ সালে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত। ওই বছর ডোকলাম অঞ্চল নিয়ে ভারত ও চীনের মধ্যে বিবাদ দেখা দেয়। আর এই রেল করিডরটি তখন বিবাদমান অঞ্চলের মাঝে পড়ে যায়। যা দেশটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

তার মানে যা দাঁড়াচ্ছে, ভবিষ্যতে চীনের সাথে ভারতের অনিবার্য সামরিক সংঘাতে না চাইলেও যুক্ত হয়ে যাবে বাংলাদেশ! [২]


Courtesy:

[১] তানজীরুল ইসলাম নীরব

[২] বাঁশেরকেল্লা


Post a Comment

নবীনতর পূর্বতন