LEA Ebook 1 - 1446H-2024


 বিসমিল্লাহির রাহমানির রাহীম

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর,যিনি আসমান ও জমিনের সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা এবং সারা জাহানের অধিপতি। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এবং তাঁর পরিবারবর্গ ও সাহাবাদের প্রতি। 


আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রথম ই-বুক প্রকাশিত করলাম। এটা আমাদের প্রথম ই-বুক “কেনো আল্লাহর নির্দেশ ভুলে দূরে চলে গেলে?”



এই ই-বুক নিয়ে হাজির হওয়ার অন্যতম কারণ হচ্ছে,আমাদের পেইজ, ওয়েবসাইট এবং সোস্যাইল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ভাবধারার লেখকের অনেক লেখা থাকে যেগুলো উম্মাহর জন্য বেশ উপকারী। এই ধরনের লেখা সচরাচর কেউ অফলাইনে সংরক্ষণ করে না। যখন আপনার ইন্টারনেট থাকবে না বা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে যেটা বাংলাদেশে প্রায় সময়ই ঘটে থাকে। তখন আপনার প্রয়োজনে যেন সহজে অফলাইনে পেয়ে যান তাই এই ই-বুক উদ্যোগ। ইনশা'আল্লাহ চেষ্টা থাকবে এই কার্যক্রম চলমান রাখতে আপনাদের দু'আয় রাখিয়েন। 

কেউই ভুলের উর্ধ্বে নয় অতএব, কোনো ধরনের ভুলক্রটি পেলে পেইজ “ Last Era Analysis” এ জানিয়ে দিবেন। জাযাকাল্লাহু খয়রন। 


ই-বুকঃ “কেনো আল্লাহর নির্দেশ ভুলে দূরে চলে গেলে” ডাউনলোড লিংকঃ 

টেলিগ্ৰাম লিংকঃ ডাউনলোড

গুগল ড্রাইভ লিংকঃ ডাউনলোড




Post a Comment

নবীনতর পূর্বতন