যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধের জন্য শত্রুর অবস্থান, স্থাপনা,কোন রাস্তা দিয়ে যাব, কোনটা দিয়ে ফিরে আসবো ইত্যাদি জানা থাকতে হয়। সেজন্য প্রথমে আপনার প্রয়োজন পরবে একটি ম্যাপ। সেটা হতে পারে কাগজে প্রিন্ট করা ম্যাপ অথবা ডিজিটাল ডিসপ্লেতে দৃশ্যমান ম্যাপ।
এজন্যই আমাদের অনেকের কাছে রোডম্যাপ বা ম্যাপের ভাষা বুঝতে পারা অনেক জটিল একটি ব্যাপার। কিন্তু আপনি যদি নিয়মিত ম্যাপের খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন, বুঝার চেষ্টা করেন,২/৪ মিনিট সময় ব্যয় করেন তাহলে ম্যাপের ভাষা বুঝতে পারা অসম্ভব কিছু না। কিন্তু আপনি যদি ম্যাপে দেখা চিত্রটা বিশ্লেষণ করার চেষ্টা না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না।
পানি, ঘরবাড়ি, বিল্ডিং, রাস্তা, রেললাইন.... ইত্যাদি আপনাকে দেখলেই বুঝে নিতে হবে কোনটা কি। আর সেটা বুঝার জন্য আপনার আশেপাশের লক্ষবস্তুগুলো টার্গেট করবেন।
যেমন ধরেন, আপনি যেখানে আছেন সেখানে পুকুর,খাল,নদী, বিল্ডিং, রাস্তা আছে এবং এই লক্ষবস্তুগুলো আশেপাশের পরিবেশটা কেমন, আশেপাশে কোথায় কি আছে, রাস্তা কোন দিক দিয়ে কতটুকু আছে, কীভাবে আছে। সেগুলো ম্যাপে দেখবেন এবং দেখতে কেমন হয় সেটা আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে, স্থায়ীভাবে স্মরণে রাখার চেষ্টা করতে হবে যেন দ্বিতীয়বার দেখলেই বুঝে ফেলেন।
যাইহোক, ম্যাপ দেখে বুঝতে পারা বা ম্যাপ সম্পর্কে ধারণা রাখা খুব জরুরী বটে, তাই আপনাদেরকে দুইটি ম্যাপ সাইট লিংক দিচ্ছি সাথে একটি থ্রিডি অফলাইন ম্যাপ এপস্ ও দিবো। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে ঐগুলোতে আপনারা ম্যাপের ভাষা বুঝতে পারার চেষ্টাটা করে যাবেন। বিশেষ করে যাদের WiFi আছে তাদের ইন্টারনেটের চিন্তা করতে হয় না।
ওহ হে, যারা গুগল ম্যাপস্ এর বিকল্প খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে বিকল্প একটি মাধ্যম।
অতএব, আমরা সবাই নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাই ইনশা'আল্লাহ।
ম্যাপ সাইট লিংকগুলো,
১। https://mapquest.com
২। https://openstreetmap.org
৩। Organic Maps
বিঃদ্রঃ থ্রিডি অফলাইন ম্যাপ, Aurora Store বা https://apkpure.net বা https://apkcombo.com বা https://en.uptodown.com খুঁজুন।
লিখেছেনঃ নাসিম আহমাদ
একটি মন্তব্য পোস্ট করুন