২০ লাখ মহরে ফাতেমির ভন্ডামি উন্মোচন!

 

১ গ্ৰাম রুপার দাম হচ্ছে- ২২১ টাকা। (২২ ক্যারেট)
এখন বের করতে হবে ৫০০ দিরহামে কত গ্ৰাম রুপা হয়।
১ দিরহাম ৩ গ্ৰাম হলে, (৩×৫০০) = ১৫,০০ গ্ৰাম রুপা (৫০০ দিরহাম)

এখন বের করবো ৫০০ দিরহাম অর্থাৎ মহরে ফাতেমি ২০ লাখ হয় কিনা।
১ গ্ৰাম রুপার দাম= ২২১ টাকা
১৫,০০ গ্ৰাম রুপার (৫০০ দিরহাম) দাম = (২২১×১৫,০০) = ৩,৩১,৫০০ টাকা।

দেখেন ২০ লাখ চাওয়া দুনিয়াখোর নারীদের জন্য সবচেয়ে বেশি দামের রুপা দিয়ে মহরে ফাতেমি ৫০০ দিরহাম হিসাব করলাম। আন্তর্জাতিক বাজার মূল্যে আর বাংলাদেশের বাজার মূল্যে কিন্তু এক নয়। আন্তর্জাতিক বাজার মূল্যে ২২ ক্যারেট স্বর্ণের দাম আরো কম, বাংলাদেশে স্বর্ণ আসার পর শুল্ক দিতে হয়, স্বর্ণের দাম বেড়ে যায়। বেড়ে যাওয়া দামটা দিয়ে হিসাব করলাম তবুও ২০ লাখের ধারে কাছেও নেই, ৫ লাখও হয় না। বরং ৬ গুণেরও বেশি মহর দুনিয়াখোর নারী এবং তার পরিবার ধরে থাকে।

যদি পুরুষ তুমি সচেতন না হও এই যে, মহরে ফাতেমির নামে শাহMaggieদের লুটপাট বন্ধ করবে কে?
২০ লাখ বাদ দিলাম, ১৫/২০ হাজার টাকার চাকরি করে কতজন পুরুষের পক্ষে সম্ভব এই “তিন লাখ একত্রিশ হাজার পাঁচ'শ” টাকা দেওয়া? ১০০% এর মধ্যে সর্বোচ্চ্য ৩% দিতে পারবে তাও অনেক দেয় না, নামে মাত্র লেখে, কিছু দেয়, বাকিটা ঝুলিয়ে রাখে। এখন নারী বল ঝুলিয়ে রাখাটা ভালো নাকি পুরো মহর একসাথে পাওয়াটা ভালো?

এখন পুরুষদের ভাবা জরুরী যে, তারা দুনিয়াখোর, শাহবাগী-নারীবাদিপন্থী বিয়ে করে দুনিয়া-আখিরাত ধ্বংস করবে নাকি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)- এর নির্দেশ মতে, কুফু মিলিয়ে, দ্বীনদার, যুহুদ বিয়ে করে দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে।

যেহেতু দুনিয়াখোর নারীদের অধিকাংশ পুরুষের বিয়ে করার মুরোদ নেই, এসব বিয়ে করার দরকারও নেই, ডাস্টবিনে দুর্গন্ধ ডাস্টবিনে পরে থাকুক। তাই সবচেয়ে কম মহর ১০ বা ৩০ দিরহাম থেকে শুরু করে ৫০০ দিরহামের মধ্যে যত দিরহাম আপনার সামর্থ্যর মধ্যে আছে, এবং আপনার সামর্থ্যর মধ্যে যে মেয়ে এবং মেয়ের পরিবার রাজি হবে তাকেই মহর দিয়ে বিয়ে করবেন, ইনশাআল্লাহ।

১০ বা ৩০ দিরহাম কত টাকা হয়? তা নিম্নে,
১ গ্ৰাম রুপা= ১৩৬ টাকা (সনাতন) || ১০ ও ৩০ দিরহাম যথাক্রমে ৩০ ও ৯০ গ্ৰাম রুপা।
১০ দিরহাম মহর হয় (সনাতন), ১৩৬×৩০= ৪,০৮০ টাকা।
৩০ দিরহাম মহর হয় (সনাতন), ১৩৬×৯০= ১২,২৪০ টাকা।

 

লিখেছেনঃ নাসিম আহমাদ

Post a Comment

নবীনতর পূর্বতন