যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে পিডিএফ

 



বইঃ “যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে” (পিডিএফ)

লেখকঃ কারিম শাওন 


“যা ঘটেছে,যা ঘটছে ,যা ঘটবে”

• যা ঘটেছে- অর্থাৎ পূর্বে যা ঘটছে তা জানতে পারবেন।

• যা ঘটছে- অর্থাৎ বর্তমানে যা ঘটছে বাংলাদেশ+বহির্বিশ্বে তার ধারণা পাবেন।

• যা ঘটবে- অর্থাৎ আগামীর দিনগুলোতে কি হতে যাচ্ছে তা সহজেই কিছুটা অনুমান করতে পারবেন। 


বইটা মূলত ভূরাজনীতি নিয়ে লেখা,এককথায় ভূরাজনীতি নিয়ে অসাধারণ একটা বই। 

বইটির কিছু কিছু বিষয় আছে যেগুলো বুঝতে হলে আপনাকে বিশ্ব মানচিত্রের ছবি নিয়ে বসতে হবে। অথবা বাংলাদেশসহ আশেপাশের দেশগুলোর মানচিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। কোন দেশের কোন পাশে পূর্ব-পশ্চিম,উওর-দক্ষিনে কোন কোন দেশ আছে। তাহলে সহজে বুঝে যাবেন। তাছাড়া আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো বুঝতে হলে গভীর মনোযোগ দিতে হবে বা 


বইটি কোথাও কিনতে পাবেন না, PDF লিংক নিচে দিচ্ছি ডাউনলোড দিয়ে পড়া শুরু করে দেন। পিডিএফ পড়তে অসুবিধা হলে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করে নিবেন।

টেলিগ্ৰাম ডাউনলোড লিংক - ডাউনলোড

ড্রাইভ ডাউনলোড লিংক - ডাউনলোড 


 সতর্কবার্তা 

 এটা কপিরাইট ফ্রী। যে কেউ চাইলে হার্ড কপি তৈরি করে প্রচার করতে পারেন। তবে মুনাফা করার উদ্দেশ্যে হার্ড কপি করার অনুমতি নেই। অর্থাৎ কেউ এই বই বিক্রি করার উদ্দেশ্যে হার্ড কপি করতে পারবেন না লেখকের অনুমতি নেই।

Post a Comment

নবীনতর পূর্বতন